চলচ্চিত্রে চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কে কত ভালো অভিনয় করতে পারে সেটি নিয়ে আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ‍্যে প্রতিযোগিতা হতো। এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। তবে আরও বেশি গতিশীল হয়ে কাজ করতে হবে। দ্বন্দ্ব কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। ভালো চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের মতো চলচ্চিত্র সেক্টরও ভালোভাবে এগিয়ে যাবে। বাচসাসের পুরস্কার আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন এর আবেদন অনেকটা কমে গেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। সেই লক্ষ‍্যে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন। তিনি এফডিসিকে আধুনিকায়ন করেছেন। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। সেগুলো মানুষের মন জয় করেছে। চলচ্চিত্রে দর্শক কমেনি। চলচ্চিত্রের মান অনেকটা কমে গেছে। দর্শকদের আগ্রহ আছে। আমাদের চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি আছে। দলাদলি থাকলে ভালো কিছু হবে না। দলাদলি কমাতে হবে।’
বাচসাসের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.