নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরহনুমন্ত নগর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক পাচারকারী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে মদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ভারতের দিকে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া মাদক পাচারকারীকে শনাক্ত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















