চবির অফিসার সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত সদস্য হলেন মোরশেদ আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হলেন রাউজানের সুলতানপুর গ্রামের সন্তান মোহাম্মদ মোরশেদ আলম।
গত ১৮ডিসেম্বর অফিসার সমিতির কার্যালয়ে ভোট গ্রহণের মাধ্যমে তিনি সদস্য নির্বাচিত হন।
এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। বর্তমানে পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহি সদস্য।
পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। তিনি বর্তমানে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.