চট্টগ্রাম ব্যুরো: রবিবার (২৬ জানুয়ারী) ২০২৫ চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বন্দর আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ শহীদ প্রকৌশলী শামসুজ্জামান ষ্টেডিয়ামে (বন্দর ষ্টেডিয়াম) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং), অতিরিক্ত সচিব জনাব মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১.০০ ঘটিকায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবক এর সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, (জি), বিএসপি, পিএসসি, বিএন, চবক ক্রীড়া সমিতির সভাপতি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব জনাব মোঃ ওমর ফারুক, চীফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসিত তাবরীজ (এইচ২), পিএসসি, বিএন, কন্ট্রেলার অব স্টোরস জনাব মোঃ আবদুল হান্নান, ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান, স্পোর্টস কমপ্লেক্স এর পরিচালক ডা: সারওয়ার আহমেদ, ম্যানেজার ট্রেনিং মোঃ কুদরত-ই-খুদা, চবকের ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল মওলা, ক্রিকেট উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ ইরফান খান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.