নিজস্ব প্রতিবেদক: চন্দ্রিমা থানাধীন এলাকায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৪ সালের ২৭ জুলাই সাব্বির (২২) নামের এক ছাত্রকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পরদিনই নিহতের পিতা চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তথ্য অনুসারে, এ ঘটনায় মূল অভিযুক্ত মিজানসহ একাধিক ব্যক্তি জড়িত ছিল। ঘটনার পরপরই মিজানসহ আরও একজন আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
পলাতক আসামিদের খুঁজে বের করতে পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসেবে গতকাল ১৩ জুন (শুক্রবার) হত্যাকাণ্ডে অন্যতম সহযোগী এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো: বাদশা মিয়াকে (৩৭) আটক করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.