চন্দ্রায় ৩ মাদক ব্যবসায়ীকে ধরলেন শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) ওই এলাকার ফাতেমা হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার গোরাচালা এলাকার নজরুল ইসলামের স্ত্রীর ফাতেমা আক্তার (৩৭), কালিয়াকৈর উপজেলার হিজলহটি এলাকার হাবিব হোসেনের ছেলে সজিব হোসেন (১৮), বগুড়া জেলার শেরপুর থানার বাঘা বটতলার এলাকার ফয়েজ মিয়ার ছেলে ককটেল হোসেন (২০)।
বৈষম্যবিরোধী ছাত্ররা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার ফাতেমা হোটেলে বৈষম্যবিরোধী ছাত্ররা অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। ওই তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের চন্দ্রা মোড়ে পুলিশ বক্সে আটক করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এলাকাবাসী শিক্ষার্থীদের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মেহেদী হাসান বলেন, মাদক ব্যবসায়ী ৩ জনকে আটক করে রাখা হয়েছে তারা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করতো বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবী সংগঠনের রিপন আহমেদ বলেন, মহাসড়কে আমরা সঠিকভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সকালে ছাত্ররা ফাতেমা হোটেলে অভিযান করে তিন মাদক ব্যবসাকে আটক করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.