চতুর্থ সারির দলের বিপক্ষে বার্সার কষ্টার্জিত জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: চতুর্থ সারির দলের বিপক্ষেও জয় পেতে ঘাম ছুটল বার্সেলোনার। কোপা দেল রে’র শেষ বত্রিশের ম্যাচে বার্বাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়েছে জাভির শিষ্যরা। এ জয়ে আসরটির শেষ ষোলোয় উঠেছে কাতালান জায়ান্টরা।
এদিন ম্যাচে ফেরমিন লোপেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া। এর কিছুক্ষণ পরই একটি গোল শোধ করেন আদ্রিয়া দে মেসা। বার্সেলোনার তৃতীয় গোলটি করেন রবার্ট লেভান্ডভস্কি। শেষ সময়ে মার্ক প্রাত আরেক দফা ব্যবধান কমালেও প্রতিযোগিতার সফলতম দলকে আটকাতে পারেনি তারা।
যদিও এ ম্যাচে নিয়মিত খেলোয়াড় লেভান্ডভস্কি, ইলকাই গুনদোগানসহ নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজনকে ছাড়াই শুরুর একাদশ সাজান জাভি।
শুরু থেকেই আধিপত্য বিস্তার করা বার্সা গোল পেতেও খুব একটা দেরি করেনি। অষ্টাদশ মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন তরুণ মিডফিল্ডার লোপেস।
বিরতির পর ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। এক্তরের ক্রস পেয়ে ছয় গজ বক্সের ডান দিক থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পাল্টা আক্রমণ করে ৬০তম মিনিটে গোলও পেয়ে যায় বার্বাস্ত্রো। কাছ থেকে বল জালে পাঠিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেন দে মেসা।
এরপর হোয়াও ফেলিক্সের বদলি নেমে লেভানদোভস্কি ৮৮তম মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান বাড়ান। বার্সেলোনার জয়ের সম্ভাবনাও তাতে জোরাল হয়। ডি-বক্সে বার্বাস্ত্রোর মিডফিল্ডার হাভিতোর হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলটির মিডফিল্ডার আন্তোনিও ক্রেসপো বার্সেলোনার ডি-বক্সে ফাউলের শিকার হলে তারাও একটি পেনাল্টি পায়। মার্ক প্রাতের সফল স্পট কিকে শেষ সময়ের নতুন নাটকীয়তার আভাস মেলে। তবে বাকিটা সময় এক গোলের ব্যবধান ধরে রেখে পরের ধাপের ওঠার স্বস্তিতে মাঠ ছাড়ে কাতালান প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.