চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বদলে যাচ্ছে এভিয়েশন ও পর্যটনের ধরন : প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বদলে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটনের ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, থ্রিডি প্রিন্টিং ও অন্যান্য প্রযুক্তি এই দুই শিল্পের বিকাশে দারুণভাবে সহায়কের ভূমিকা পালন করছে।’
আজ বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
প্রতিমন্ত্রীর মতে, ‘তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে পর্যটকদের ধরন-ধারণে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে সারাবিশ্ব এখন তাদের হাতের মুঠোয়। তারা মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে ভ্রমণ বিষয়ক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পর্যটন গন্তব্য, আকর্ষণীয় স্থান, হোটেলের মান ও ভ্রমণ আয়োজক প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতাসহ সবকিছু জেনে নিতে পারছেন। একইসঙ্গে বিভিন্ন প্যাকেজ পছন্দ করে বুকিং দিয়ে সেবার মূল্যায়ন করার সুযোগ পাচ্ছেন।
এয়ারলাইনসের টিকিট এখন ঘরে বসেই কেনা যাচ্ছে। অনলাইনে বোর্ডিং সম্পন্ন করতে পারছেন যাত্রীরা। আকাশপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায়ও প্রযুক্তিগত নানান পরিবর্তন আসছে।’
মাহবুব আলীর মন্তব্য, ‘মানবসভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত তিনটি শিল্প বিপ্লবের অভিজ্ঞতা রয়েছে। এক-একটি শিল্প বিপ্লব পাল্টে দিয়েছে সারাবিশ্বের শিল্প উৎপাদন, বাজার ও ব্যবসার গতিপথ; পাল্টে দিয়েছে মানবসভ্যতার ইতিহাস ও মানুষের জীবনাচরণ। আগের তিনটি বিপ্লবকে ছাড়িয়ে যাবে ডিজিটাল বিপ্লব তথা চতুর্থ শিল্প বিপ্লব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। জাতির পিতার সেই চাওয়া এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবে রূপ নিচ্ছে। তাঁর নেতৃত্বে সারাদেশ এখন তথ্যপ্রযুক্তির সুফল ভোগ করছে।
তিনি নির্মাণ করেছেন ডিজিটাল বাংলাদেশ। দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের নানান সেবা। ডিজিটাল বিপ্লবের সুবাদে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়ন করা সহায়ক হবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করে এটুআই’র নীতি পরামর্শক আনীর চৌধুরী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.