চট্টগ্রাম-৮ আসনে ছালামের জয়

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।
তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৬৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয় কুমার চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।
এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সোলাইমান আলম শেঠ পেয়েছেন ৮ হাজার ২৩২ ভোট। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৮৪টি।
আজ ৭ জানুয়ারি সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।
এদিকে ছালামের বিজয়ে আনন্দে ভাসছে বোয়ালখালী ও চান্দগাঁও এলাকার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.