BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম ব্যুরো: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শ্রমিক, ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

গতকাল ৪ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি নং বি ২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে ৫০০ জন শ্রমিক, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসিএ) এর আহ্বায়ক হাজী শফি আহমেদ। তিনি বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীত বস্ত্র বিতরণ খুবই গুরুত্বপূর্ণ। মানবিক সহানূভূতি থেকেই এ উদ্যোগ প্রশসংনীয়। শীতের এ কঠিন সময়ে শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার বলেন, কনকনে শীতের তীব্রতার মধ্যেও আমাদের শ্রমিকরা তাদের শ্রম মেধা দিয়ে নৌ শিল্প সহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কিন্তু এখনো শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন সহ ন্যায্য মজুরী প্রতিষ্ঠা পায় নি। প্রতি পদে পদে শ্রমিকরা লাঞ্ছনা-বঞ্চনার শিকার হচ্ছে। আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বলেন, এম ভি আল বাকেরা জাহাজসহ ঘটে যাওয়া বিভিন্ন স্থানে শ্রমিক হত্যার বিচার, দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নৌ-পথে নিরাপত্তার নিশ্চিতকরণ, বর্তমান বাজার দর অনুসারে শ্রমিকের বেতন বৃদ্ধিতে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, মালিকদের শোষণ বন্ধে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ড্রাইভারের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো আকতার জামাল মাস্টারের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবুল ইসলাম হিরু, পদ্মা ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাষ্টার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. সেলিম মাষ্টার, রশীদ আহমদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো আজগর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খলিল সিকদার, লবণ মাঠ শ্রমিক নেতা ইয়াহিয়া খান, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি নুরুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. জাফর সুকানী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থ বিরোধী এবং শ্রমিক স্বার্থবিরোধী এক গভীর ষড়যন্ত্র। তাঁরা লালদিয়ার চরকে মার্স্ক এর নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। সভা শেষে ৫০০ শ্রমিক, দুস্থ ও অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয় এবং দোয়া মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মাওলানা আজহাব উদ্দিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনো দেশ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করার সাহস করবে না : স্টিফেন মিলার মোরেলগঞ্জে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দোয়া অনুষ্ঠান পন্ড করেছে দুর্বৃত্তরা রামেকে প্রথমবার পেট না কেটে শিশুর পিত্তনালির জন্মগত সিস্টের সফল অপারেশন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে: দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা আগামী দিনে করা হবে রোল মডেল মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জলঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল গ্রিনল্যান্ডে আক্রমণ করলে ন্যাটোর সমাপ্তি হবে : ডেনমার্কের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা : মাচাদো ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য : মাচাদো