চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলায় কুমিল্লা বিজয়ী রানার্স আপ বান্দরবান

 

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার গোলাম ফারুক বিপিএম ( বার) পিপিএম, মাননীয় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল আহসান ফারুক রহমান, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার পুলিশ সুপার গন, কমিউনিটি পুলিশিং এর সভাপতি,  সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার, মানবতার সেবক নামে পরিচিত সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় । উক্ত ফাইনাল ম্যাচে কুমিল্লা জেলা পুলিশ দল এবং বান্দরবন জেলা পুলিশ দলের মধ্যে খেলার পর চূড়ান্তভাবে কুমিল্লা জেলা পুলিশ দল বিজয় লাভ করেন।

আর বান্দরবন জেলা পুলিশ দল রানার্স আপ হয়। খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ  বিজয়ী এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.