চট্টগ্রাম বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন ডাকাত নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, তারা ডাকাত দলের সদস্য।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপনে খবর আসে সাগরে ডাকাতিতে নেতৃত্ব দেওয়া জাফর মেম্বার তার সহযোগীদের নিয়ে সরল গ্রামে অবস্থান করছে। তাদের গ্রেফতারে অভিযান চালানোর সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তলসহ ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি এবং রাম দা উদ্ধার করেছে।

পরে ঘটনাস্থল থেকে জাফর মেম্বার ও তার ভাই খলিলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্য আহত হয়।

এদিকে ঘটনার ব্যাপারে বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামাল উদ্দিন বিটিসি নিউজকে বলেন, র‌্যাবের পক্ষ থেকে জানানোর পর বাশঁখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জাফর ডাকাত ও তার ভাই খলিলের বিরুদ্ধে অস্ত্র, খুন ও ডাকাতিসহ ২৭ টি মামলা ও ১১টি ওয়ারেন্ট রয়েছে।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি স.ম.জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.