চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় ড্রামে আগুন!

 

চট্টগ্রাম ব্যুরোআজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের অকশন গোলার বিপরীতে বাপেক্স ইয়ার্ডে পণ্য খালাসের সময় একটি কেমিক্যালের ড্রামে আগুন ধরে গেছে। এরপর বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র জানায়,  ঢাকার ৩২ শহীদ নজরুল ইসলাম স্মরণীর এসএস ট্রেড ইন্ডাস্ট্রির নামে আসা ৪০ ফুট দীর্ঘ দুইটি কনটেইনারে ৭১২ প্যাকেজ ব্যাটারির পার্টস খালাস করার সময় একটি ছোট ড্রামে আগুন ধরে যায়। চালানটি খালাসের দায়িত্বে ছিল কাজী রাজ্জাক ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। এর মধ্যে ‘পিওএনইউ ১৩২০৮০৩’ নম্বরের কনটেইনারটিতে থাকা একটি কেমিক্যালের ড্রামে আগুন ধরে যায়। এ সময়  আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দরের টার্মিনালের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বিটিসি নিউজকে বলেন, কনটেইনার থেকে খালাসের সময় একটি কেমিক্যালের ড্রামে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.