চট্টগ্রাম পর্বের শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালো খুলনা টাইগার্স

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চার দিনে আট ম্যাচের পর এবার চট্টগ্রামের সাগরিকায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স।
দুই দলের প্রথম সাক্ষাতের মতো আজও টস জিতেছিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। হাই স্কোরিং ম্যাচের আশায় আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। ফলে টস হেরে আগে ব্যাটিং দিয়েই চট্টগ্রাম পর্ব শুরু করবে স্বাগতিক দলটি।
মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতের ম্যাচে আগে ব্যাট করা ১৯০ রানের আসর সর্বোচ্চ ইনিংস দাঁড় করেছিল চট্টগ্রাম। জবাবে মুশফিকের খুলনা থেমে যায় ১৬৫ রানে, ম্যাচ হারে ২৫ রানের ব্যবধানে। আজ প্রতিশোধ নিতেই নামবে খুলনা।
মুশফিকের দলে পরিবর্তন এসেছে তিনটি। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, সোহরাওয়ার্দি শুভ ও নবীন উল হক। তাদের জায়গায় এসেছেন সৌম্য সরকার, নাবিল সামাদ ও সেকুগে প্রসন্না। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে চট্টগ্রাম।
এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি করে জয়-পরাজয় পেয়েছে খুলনা। অন্যদিকে তিন ম্যাচ খেলে দুইটিতে জিতেছে মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম।
খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক / উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, ফরহাদ রেজা, নাবিল সামাদ, সেকুগে প্রসন্না ও কামরুল ইসলাম রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, শামীম পাটোয়ারী, নাইম ইসলাম, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.