চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা দুই দিনের রিমান্ডে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরব রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদকদ্রব্য বিপুল পরিমাণ টাকাসহ আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ রিমান্ড শুনানি শেষে আদেশ দেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ কারাগার থেকে সোহেল রানা বিশ্বাসকে আদালতে হাজির করে দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক বিপুল পরিমাণ টাকাসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ।

সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর এবং কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেকসহ ছাড়াও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনায় ভৈরব থানার এসআই আশরাফ উদ্দিন ভূইয়া বাদী হয়ে শনিবার বিকেলে মাদক মানি লন্ডারিং আইনে সোহেল রানার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.