চট্টগ্রামে ৩২০ মণ সামুদ্রিক মাছসহ ৫টি ট্রাক জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে সকল সামুদ্রিক মাছ প্রজনন মৌসুমের ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে মাছ পরিবহনকালে প্রায় ৯ লক্ষ টাকার ৩২০ মণ সামুদ্রিক মাছসহ ৫টি ট্রাক জব্দ করা হয়েছে। এবং ট্রাকচালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ৫৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৫ জুলাই) রাতে উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বিটিসি নিউজকে বলেন, ‘বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা সদরে অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক আটক করা। অভিযানে পাঁচটি ট্রাকে ৩২০ মণ সামুদ্রিক মাছ পাওয়া যায়। জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলাম দেওয়া হলে তা ৮ লাখ ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়। আর পাঁচ ট্রাকচালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.