BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, বিচার দাবিতে সিএমপি কমিশনারকে স্মারকলিপি প্রদান

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, বিচার দাবিতে সিএমপি কমিশনারকে স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম ব্যুরো: যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতের ওপর হামলার প্রায় তিন সপ্তাহের মধ্যেও দোষী পুলিশ কর্মকর্তার কোন শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)। একই সাথে দ্রুত সময়ে দোষী কর্মকর্তার শাস্তি ও সুষ্ঠু বিচার চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিজা’র পক্ষ থেকে স্মারকলিপিটি প্রদান করা হয়।

কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ুন কবির। গত ১২ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশি হামলার শিকার হন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী জোবায়েদ।

স্মারকলিপিতে বলা হয়, খুলশী থানার ভেতরে দায়িত্ব পালনকালে সিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের হাতে সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত হামলার শিকার হন। ঘটনার পরদিন সাংবাদিক সমাজ ও পিজা’র নেতৃবৃন্দসহ পিসিআইইউর শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কমিটি গঠন ও ন্যায়বিচারের আশ্বাস দেন।

এরপর ১৩ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পিজা চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। তবে ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা সাংবাদিক সমাজে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

পিজা নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুত সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছি। যদি ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে।’

স্মারকলিপি প্রদানকালে পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত