চট্টগ্রামে ভেন্যু পরিদর্শন করল ওয়েস্ট ইন্ডিজ’র প্রতিনিধি দল

বিটিসি স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে ক্যারিবিয়ানদের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে ঢাকার পর চট্টগ্রামে ভেন্যু পরিদর্শন করল ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা ছাড়াও তারা যাচাই করলেন হাসপাতাল গুলোর পরিস্থিতি।
আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় বিশেষ হেলিকপ্টারে তার প্রথমে যান এম.এ আজিজ স্টেডিয়ামে। সেখান থেকে ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন। এরপর যান নগরীর একটি হাসপাতালে। মূলত সফরে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা আর নিরাপত্তার ব্যাপার যাচাই করেন তারা।
আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ক্যারিবিয়ানদের। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার ঢাকায় আসেন উইন্ডিজের সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার পল স্লোওয়ে এবং মেডিকেল দলের সদস্য ড. আকশাই মানসিং। তাদের দেয়া প্রতিবেদনের ওপর নির্ভর করছে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ভাগ্য।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ক্রিকেটার কোথায় থাকবে, কোন পথ দিয়ে যাওয়া-আসা করবে এবং সাংবাদিকরা কোথায় বসবে সে বিষয়গুলো উইন্ডিজের প্রতিনিধিরা পরিদর্শন করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.