চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:  আজ বুধবার সকালে চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।

আজ সকালে নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আনোয়ারুল আজিম (৫৫) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খাতুনগঞ্জ শাখার অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডিন্ট (এভিপি) ছিলেন।

আহতরা হলেন- ওই ব্যাংকের এফএভিপি শহীদুল ইসলাম (৪৫) এবং অটোরিকশা চালক জহির উদ্দিন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিটিসি নিউজ চট্রগ্রাম প্রতিনিধিকে জানান, সকালে রামপুরা আবাসিক এলাকার বাসা থেকে খাতুনগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ারুল আজিম ও শহীদুল ইসলাম।

“দেওয়ানহাট ফ্লাইওভারে একটি বাস তাদের অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়।”

অটোরিকশার তিন আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনোয়ারুল আজিমকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।

ডবলমুরিং থানার এসআই শরীফ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.