চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ২ জন নিহত

 

চট্টগ্রাম ব্যুরোআজ রোববার রাত ১টার দিকে ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পৃথক দু’টি স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসে দু’জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কয়েকজন।

নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে নুরে আলম নান্টু (৩৫) নামে একজন নিহত হন। রাত আড়াইটার দিকে নগরের ৯ নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসের পর পৌনে ৫টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশের দুর্ঘটনার বিষয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়। এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে সেখানে নেওয়ার পর নুরে আলম নান্টু মারা যান বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

এনামুল হক জানান, ঘটনাস্থলে বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধসের বিষয়ে ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার এএসআই লুৎফুর রহমান বিটিসি নিউজ প্রতিনিধিকে বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বিটিসি নিউজকে বলেছিলেন, পাহাড় ধসে তিন জন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

এএসআই লুৎফুর রহমান বলেছিলেন, ভারী বর্ষণে পাহাড়ের ওপর থেকে মাটি সরে পাদদেশে থাকা দুইটি টিনশেড কাঁচাঘরের উপর পড়েছে। একটি ঘরের ভেতর দুইজন নারী ও একজন শিশু ছিল। তারা নিখোঁজ আছেন। এ এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.