চট্টগ্রামে নকল ঔষধ সহ আটক-১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট বাসা থেকে নকল ঔষধ তৈরীর সরঞ্জামসহ মো. হোসেন (৩৫) নামে ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরার পুরাতন কালুরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ ঔষধ জব্দ করা হয়।
আটক মো. হোসেন চাঁদপুর জেলার সদর থানার মাইশাদী এলাকার আব্দুর রশিদের ছেলে।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ওই এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে গত দুই বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের নকল ঔষধ বানিয়ে বিক্রি করছিলেন মো. হোসেন। আটা, ময়দা ও নানা কেমিক্যাল দিয়ে একই রকমের ঔষধ তৈরী করে ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বিভিন্ন নামে বিক্রি করে আসছিলেন।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.