চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে দুই সপ্তাহের আলটিমেটাম দিলেন চট্টগ্রাম নাগরিক ফোরাম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে দুই সপ্তাহের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। বুধবার নগরীর ষোলশহরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এই আলটিমেটাম দেন। মানববন্ধন শেষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন তারা, সেখানেও আলটিমেটামের বিষয়টি উল্লেখ করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ‘বন্দরনগরীর বাসিন্দারা গ্যাসের চরম সংকটে রয়েছেন। গ্যাসের অভাবে রান্না করতে না পেরে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকার চট্টগ্রামের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিলেও গ্যাস সংকট ও জলাবদ্ধতা দূর হচ্ছে না।’
সংগঠনের মহাসচিব সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসীম উদ্দীন, ফোরামের নেতা কামরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, ফোরামের নেতা মাসুদ খান, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি হৃদয় হাসান বাবু, সাংবাদিক ও সংগঠক স ম জিয়াউর রহমান, বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী, মোটর পার্টস ব্যবসায়ী সমতির সাধারণ সম্পাদক বুলবুল শরীফ, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু, মানবাধিকার নেতা সাংবাদিক সেলিম উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা আক্তার ডলি প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.