চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ফসলি জমিতে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশাকে অভারটেক করতে গিয়ে অতিরিক্ত গতিতে ছুটে আসা যাত্রীবাহী বাস উল্টে পড়ে গেছে ফসলি জমিতে।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের মেডিক্যাল-কালাবিবির দিঘির মোড়ের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন।
আহতরা হলেন, হাসিনা বেগম (৫৫), মিলন আচার্য্য (৬২), প্রদীপ নাথ (৪৭) ও মিলন (৫২)।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, আনোয়ারা সদর থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা যাত্রীবাহী একটি বাস চলন্ত সিএনজিকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। তৎক্ষণাৎ ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে। এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা বলেন, বাস দুর্ঘটনায় আহত চারজনকে মেডিকেলে আনা হয়েছে। ওখান থেকে প্রদীপ নাথ (৪৭), ওমিলন (৫২)’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.