চকরিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১০

 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পাগলীরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক মারা যান। ঘটনাস্থলে বাসের চালক এবং পরবর্তীতে হাসপাতাল নেওয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত ১০ জনের বেশির যাত্রী আহত হবার খবর পেয়েছি।
ওসি ওসমান গনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। যার কারণে বেশ দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তবে দ্রুত যানজট নিরসনে চকরিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.