চকরিয়ায় কাভার্ডভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চকরিয়া থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমান। তবে নিহত ও আহতরা লেগুনা গাড়ীর যাত্রী। এর মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

এরা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার পুত্র ফিরোজ আহমদ (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে হাবিবুর বলেন, আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় চট্টগ্রামমুখি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী একটি লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে লেগুনা গাড়ীটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে  চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়।

এছাড়া আহত অন্য ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.