চকরিয়ায় বাস-ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত-৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় আরএফএল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভুইয়া এর সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক এবং বাসের এক নারী যাত্রীসহ তিনজন নিহত এবং ১১ জন আহত হওয়ার তথ্য দিলেও হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয়দের বরাতে মাহবুবুল আলম বিটিসি নিউজকে বলেন, আজ সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামগামী ঈগল পরিবহণ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানির ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার পাশাপাশি গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির দুই চালক ও বাসের এক নারী যাত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন ১১ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত তিনজনের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে থানায় রয়েছে বলে জানান পরিদর্শক মাহবুবুল আলম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.