BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত

নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। মিথ্য ও অপতথ্য বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে সাধারণ জনগনকে বিভ্রান্ত করে জাতিকে আবারো ভূলপথে পরিচালিত করতে একটি মহল তৎপর।

তার এসমস্ত অপতৎপরতা প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সত্যিকারের সংবাদ পৌছে দিতে ধর্মীয় নেতৃ বৃন্দের ভূমিকা অবশ্যই গুরুর্ত্বপূর্ণ। কারণ ধর্মীয় নেতৃবৃন্দ সব সময় যে কোন সংকটকালে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদানে বদ্ধ পরিকর।

তাই আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার অধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তি মূলক ও শান্তিপূর্ণ নির্বাচনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০৮ই জানুয়ারী ২০২৬ইং তারিখে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ’র আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস এর সহযোগিতায় চকরিয়া বিআরডিবি হলরুমে অনুষ্টিত “ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভায়” বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।

আইএসডিই বাংলাদেশ‘র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্টিত ওরিয়েন্টেশন সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম।

অন্যান্যদেরে মধ্যে সভায় আলোচনায় অংশনেন, মওলানা আবদুল মালেক, মওলানা মাহফুজুল ইসলাম, পুরোহিত বাদলকান্তি চক্রবর্তী, সুমন চক্রবর্তী, চিত্রসেন দাশ, মানিকপুর বিজয়ন্নদয় বৌদ্ধ বিহারের সভাপতি সুখধন বডুযা, পুরোহিত সমীরণ চক্রবর্তী, মওলানা ফরিদুল ইসলাম , নারী নেত্রী বদরুন নাহার কলি, আই্এসডিই এর উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দিন, ও কর্মর্মসুচি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব, যা সাধারণ মানুষ অত্যন্ত গুরুত্ব সহকরে বিবেচনা করেন। বক্তারা ভোটার সচেতনতা কাযর্ক্রমে  ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির এবং নির্বাচনের সময়ে গুজব, বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময় কালে নিজ নিজ সম্প্রদায়ে ভোটাদের মাঝে ধর্মীয় আচার অনুষ্ঠানে এবিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মের ২৮ জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তি মূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপর্ণ ও অংশ গ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করা।

বার্তা প্রেরক: জাহাঙ্গীর আলম, আইএসডিই বাংলাদেশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ