ঘোড়াঘাটের ইউএনওকে হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১৩ বছর কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত রবিউল ইসলামকে পৃথক দুটি ধারায় (১০ বছর ও তিন বছর) মোট ১৩ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে জনাকীর্ণ আদালতে এই রায় দেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিনের বিচারক সাদিয়া সুলতানা।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই মামলায় ৫১ জনের সাক্ষী নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত রবিউল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
উল্লেখ্য, ২০২০ সালের ২ অক্টোবর রাতে দুর্বৃত্তরা ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে সরকারি বাসভবনে হত্যার চেষ্টায় গুরুতর আহত করে। ওয়াহিদা খানমকে ৩ সেপ্টেম্বর প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। পরে ইউএনওর ভাই শেখ ফরিদ ৩ সেপ্টেম্বর বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.