ঘূর্ণিঝড় স্যালি’র প্রভাবে যুক্তরাষ্ট্র’র উপকূলে বন্যা

(ঘূর্ণিঝড় স্যালি’র প্রভাবে যুক্তরাষ্ট্র’র উপকূলে বন্যা–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল আলাবামা এবং ফ্লোরিডায় ঘূর্ণিঝড় স্যালির প্রভাবে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আশপাশের শহর গুলোতে।

ভারি বৃষ্টিপাতের কারণে, বন্যার সতর্কতা জারী করা হয়েছে জর্জিয়া এবং ক্যারোলাইনাতে।

দেশটির জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দক্ষিণাঞ্চলীয় বেশীর ভাগ কাউন্টিতে ঢুকতে শুরু করেছে পানি। এরই মধ্যে তলিয়ে গেছে ফ্লোরিডার বিভিন্ন রাস্তাঘাট। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা।

এদিকে, ক্যালিফোর্নিয়া এবং ওরেগন রাজ্যে লাগা ভয়াবহ দাবানলের কারণে গোটা শহরই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে হয়ে গেছে।

কর্তৃপক্ষ বলছে, এখনও স্বাস্থ্য বিষয়ক সতর্কতা না জারী করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

গেলো এক মাসের বেশী সময় ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে পশ্চিম উপকূলীয় অঞ্চলের ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.