ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত জোয়ারে তলিয়ে গেছে ধানক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ পড়ে মারা গেছেন দুজন। এদিকে আজ ভোর রাতে হঠাৎ করেই ঝড়বৃষ্টি ছাড়াই জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কৃষকের ধানক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা।
নিহতরা হলেন: দৌলতখানের গোলাম মোস্তফার স্ত্রী বিবি খাদিজা (৮০) ও চরফ্যাশন ওসমানগঞ্জের মনির হোসেন ( ২৮)। গাছ পড়ায় ঘরচাপায় মারা যান খাদিজা। 
অপরদিকে ওসমানগঞ্জে দুজনসহ মোটরসাইকেলে যেতে গাছ পড়ে মারা যান মনির হোসেন।
পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বিটিসি নিউজকে জানান, সোমবার রাত সাড়ে ৭টায় ঝড় ও বৃষ্টি বন্ধ হয়ে যায়। কিন্তু রাত আড়াইটায় হঠাৎ করেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পানি বাড়তে থাকে। জোয়ারের পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৬, যা গত ১০ বছরের রেকর্ড। বলা যায় ধানক্ষেতও ৭ ফুট পানিতে তলিয়ে গেছে।
আগের দিন দুপুর থেকে রাত পর্যন্ত ফেরিঘাট ও লঞ্চঘাট বিধ্বস্ত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া ভালো হলেও লঞ্চ ও ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়নি বলে জানান বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. সহিদুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.