ঘূর্ণিঝড় “ফণীর” কারণে বাংলাদেশ বিমানের দু’টি ফ্লাইট বাতিল

ঢাকা প্রতিনিধিঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শুক্রবার ঢাকা-যশোর বিজি ৪৬৭ ও যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট দু’টি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

এছাড়াও বিমানের আগামীকাল শনিবারের ঢাকা-কলকাতার সকালের বিজি ০৯৫ ফ্লাইট বিলম্ব হবে।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে , আজ শুক্রবার রাতে খুলনা, সাতক্ষীরাসহ উপকূলে আঘাত হানতে পারে ফণী।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড়টি এখনও শক্তিশালী রয়েছে। উড়িষ্যা থেকে বাংলাদেশে প্রবেশের সময় কিছুটা দুর্বল হতে পারে। কিন্তু কতটা শক্তি হারাতে পারে, তা এখনই তারা ধারণা করতে পারছেন না।

ঘূর্ণিঝড় ফণী সারারাত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল অঞ্চল, রাজশাহী, ফরিদপুর এবং ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে।

ফণী ভারতের উড়িষ্যায় আঘাত হেনে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে, রাতে আঘাত হানবে বাংলাদেশের উপকূলে।

সকল মাছধরা জেলে নৌকাকে সাগরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তবে কর্মকর্তারা বলছেন, ফণী আজ রাতে বাংলাদেশে প্রবেশ করলেও আজ দিনেই খুলনাসহ বিভিন্ন উপকূলে প্রভাব পড়তে শুরু করেছে। অনেক জায়গায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে।

ফণী বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় নিচু এলাকাগুলোতে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.