ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুই রাজ্যে জরুরি অবস্থা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজ্যের রাজধানী শহর লিটল রকে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু স্থাপনা ভেঙ্গে গেছে। সড়কের উপর গাছ উপড়ে পড়ায় উদ্ধারকারী যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দুই কোটি ৮০ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যে রয়েছে।
আরাকানসাস ও মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বলে লিটল রকের মেয়র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে এখন পর্যন্ত আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধ্য-পশ্চিমাঞ্চল ও দক্ষিণে সিরিজ ঘূর্ণিঝড়ের অংশ হিসেবে আরাকানসাসের এ ঘূর্ণিঝড়ের আঘাত বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এতিবেম গত সপ্তাহে মিসিসিপি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ২৬ জন নিহত হয়। এরপর রাজ্যটি পরিদর্শনে যান প্রেসিডেন্ট বাইডেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.