ঘুষ যে দেবে শুধু সে নয়, যে নেবে সেও সমান অপরাধী : প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তরিকতা থাকলে যে উন্নয়ন করা যায় গেল এক দশকে তা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ।

আজ রোববার (১৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন তিনি। সার্বিক উন্নয়নের জন্য সুশাসন জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আরও সতর্কতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদ-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা দূর করা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ, এটাকে অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ঘুষ যে দেবে শুধু সে নয়, যে নেবে সেও সমান অপরাধী। যে দেবে সেই বেশি অপরাধী।

বাংলাদেশকে আর কেউ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন আমরা সাহায্য চেয়ে, ভিক্ষা করে চলি না। আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা নিজের পায়ে দাড়াঁতে পারি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.