ঘুরে দাঁড়ালো রাজশাহী কিংস

নিজস্ব প্রতিবেদকরাজশাহী কিংস সহজ জয়ে ঘুরে দাঁড়ালো। রাজশাহী কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়েছে ৭ উইকেটে। অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা হারের বৃত্ত ভাঙতে পারল না। এনিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেলো তারা।

মাত্র ১১৮ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১১ রানে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে হারায় রাজশাহী।

রাজশাহীর তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এদিন দ্বিতীয় উইকেটেই নেমে আসেন মাঠে। মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে সহজ জয়ের বন্দরে নিয়ে যান। দলীয় শতক পূরণের পর ব্যক্তিগত ৪৪ রানে ফেরেন মুমিনুল। আর অর্ধশতক হাঁকানো মিরাজকে দুর্দান্ত লেগব্রেকে বোল্ড করেন জহির খান।

মোটেও অসুবিধা হয়নি রাজশাহী কিংসের। বাকি পথটা স্বচ্ছন্দেই পাড়ি দেন সৌম্য সরকার এবং ল্যারি ইভান্স।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইটান্স: ১১৭/৯ (২০) স্টার্লিং ১৬, জুনায়েদ ২৩, জহুরুল ১, মাহমুদুল্লাহ ১১, মালান ২২, আরিফুল ১২, ওয়াইসি ১৪, শরিফুল ১, তাইজুল ৮*, শুভাষিস ০ ; কয়েস আহমেদ ২৪/১, মোস্তাফিজ ১৮/২, সৌম্য ৬/১, সানি ১৯/১, উদানা ১৫/৩।

রাজাশাহী কিংস: ১১৮/৩ (১৮.৫) হাফিজ ৬, মুমিনুল ৪৪, মিরাজ ৫১, সৌম্য ১১*, ইভান্স ১*; তাইজুল ২২/১, জহির ১১/১, স্টার্লিং ৯/১। রাজশাহী ৭ উইকেটে জয়ী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.