ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষে ফিরল রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: লা লিগায় পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। লাস পালমাসকে ২-১ গোলে হারাল কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল দলটি।
শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে নামে রিয়াল। যেখানে ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। জাভি মুনোসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ভিনিসিউস জুনিয়র। শেষ দিকে ব্যবধান গড়ে দেন অহেলিয়া চুয়ামেনি।
এদিন ঢিমেতালে এগোনো ম্যাচে ৩১তম মিনিটে একটু উত্তেজনা ছড়ায়। রিয়ালের ডি-বক্সে প্রতিপক্ষের ট্যাকলে সের্হি কার্দোনা পড়ে গেলে পেনাল্টির জোর আবেদন ওঠে। কিন্তু রেফারির সাড়া মেলেনি, ভিএআরও আগ্রহী হয়নি।
বিরতির পর অষ্টম মিনিটে ডান দিক দিয়ে শাণানো আক্রমণে রিয়ালকে হতভম্ব করে দেয় পালমাস। ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের চ্যালেঞ্জ সামলে ছয় গজ বক্সের মুখে পাস দেন সান্দ্রো রামিরেস, আর ডান পায়ের নিখুঁত ছোঁয়ায় গোলটি করেন মুনোস।
৬৫তম মিনিটে ভিনিসিউস গোল করেন। মিডফিল্ডার কামাভিঙ্গার ডি-বক্সে বাড়ানো থ্রু বল বাঁ পায়ে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এরপর ৮৪তম মিনিটে জয়সূচক গোলটি পায় রেয়াল। ক্রুসের কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে জালে জড়ান ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি।
এই নিয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতল তারা, আর অপরাজিত রইল ১৫ ম্যাচ। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আসরের চমক জিরোনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.