ঘর আলো করে একসঙ্গে চার সন্তান এলেও মন ভরা অন্ধকার!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন এক প্রসূতি। এখন পর্যন্ত সুস্থ আছেন মাসহ নবজাতকেরা। ঘর আলো করে চার সন্তান আসলেও পরিবারের সবার মন অনেকটা ভারাক্রান্ত।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় প্রসব ব্যথা নিয়ে নগরীর মাদারল্যান্ড হাসপাতালে ভর্তি হন সোনিয়া খাতুন। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক সিজার করেন ডাক্তাররা। পরে জন্ম হয় চার সন্তানের।
মা সোনিয়া খাতুন ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাচ্চাগুলোর সুস্থতার জন্য নেয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
তবে মাত্র সাত মাসে দুনিয়াতে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফুটফুটে নবজাতকদের দেখতে ভীড় করছেন অনেকেই।
রাজশাহী মহানগরীর ধরমপুর পূর্বপাড়া বাসিন্দা পলাশ আলী ও সোনিয়া খাতুন দম্পতির ঘর আলো করে একসঙ্গে এই চার সন্তানের জন্ম হয়েছে। পলাশ আলী পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। সন্তানদের ভরণ পোষণ ও চিকিৎসার খরচ চালানো নিয়ে তার কপালে এখন চিন্তার ভাঁজ।
নবজাতকদের বড় করে তুলতে সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন পরিবারের সদস্যরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক তাওসীফ ইকবাল জানান, বাচ্চাগুলো এখন পর্যন্ত শঙ্কা মুক্ত হয়নি। নিবিড় দেখভালের মধ্যে রয়েছে তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.