ঘরোয়া উপায়ে চুল কালো করার পদ্ধতি জেনে নিই

 

বিটিসি নিউজডেস্কবয়স বাড়ার সাথে সাথে চুল পাকবে, কিন্তু বয়সের আগেই চুল পাকে অনেকের। তবে চুল পাকা সত্যি একটি অস্বস্তিকর ব্যাপার। কারণ ৩৫ বছর বয়সের আগে যদি আপনার চুল পাকতে শুরু করে তবে অনেকে ভেবে নেবে আপনার বয়স বেড়ে গেছে। এছাড়া আপনার বাহ্যিক সৌন্দর্য নষ্ট হবে চুল পাকার কারণে।

আসুন জেনে নেই ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে কীভাবে চুল কালো করবেন:

# চুল কালো করার পদ্ধতি: লেবু ৪টি, মধু ১ কাপ, রসুন ৬ কোয়া ও ১ কাপ তিসির তেল একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণ পরিষ্কার কাঁচের বোতলে সংরক্ষণ করুন। তবে মিশ্রণ চুলে মাখবেন না। সকালে, দুপুরে, বিকালে ও রাতে খাওয়ার আগে এক চা চামচ খাবেন। এভাবে ৭ দিন পর পর মিশ্রণটি তৈরি করে নিন। এভাবে টানা ৩ মাস খেলে আপনি ভালো ফল পাবেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.