ঘরের মাঠে পিএসজির ড্র, স্টুটগার্টের কাছে হারল জুভেন্টাস

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের চেয়ে শক্তির বিচারে অনেকটা এগিয়ে পিএসজি। তবে সেই দলটার বিপক্ষে এবার ঘরের মাঠেও জিততে পারল না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হেরেছে জার্মান ক্লাব স্টুটগার্টের কাছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসভির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। প্রথমার্ধের ৩৪ মিনিটে অতিথিদের লিড এনে দেন নোয়া ল্যাং। ৫৫ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান দলটির মরক্কান তারকা আশরাফ হাকিমি।
সমতায় ফেরার পর জয়ের জন্য অসংখ্য প্রচেষ্টা চালিয়েছে পিএসজি। তবে একটিকেও পূর্ণতা দিতে পারেনি। তাতে ঘরের মাঠে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে আছে পিএসজি। ৩ ম্যাচ খেলে ফরাসি জায়ান্টরা একটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে।
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস জার্মান ক্লাব স্টুটগার্টের কাছে ১-০ গোলে হেরেছে। ম্যাচের অতিরিক্ত সময়ে স্টুটগার্টের হয়ে একমাত্র গোলটি করেছেন এল টুরে।
ইতালিয়ান জায়ান্টদের পুরো ম্যাচে কোনো সুযোগই দেয়নি স্টুটগার্ট। আক্রমণে একক আধিপত্য ছিল জার্মান ক্লাবটির। ম্যাচে সব মিলিয়ে ২২ বার জুভেন্টাসের গোলে শট নিয়েছে স্টুটগার্ট, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জুভেন্টাস ৭টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
আক্রমণের মতো বল দখলেও আধিপত্য ছিল স্টুটগার্টের। তবে কিছুতেই মিলছিল না জালের দেখা। ৮৬ মিনিটে দানিলো পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। তবে স্পটকিক থেকেও গোল করতে পারেননি স্টুটগার্টের মিল্লট। যোগ করা সময়ে একমাত্র গোলটি করে স্টুটগার্টের জয় নিশ্চিত করেন এল টুরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.