ঘন কুয়াশায় ছেয়ে গেলো কলকাতা, ব্যাহত বিমান চলাচল

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঘন কুয়াশায় ছেয়ে যায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল। কুয়াশা এতটাই ছিল যে, দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল বিমান পরিষেবা। দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে ঠেকে সকালে। বেশ কয়েকটি বিমান অবতরণ করতে না পেরে ফিরে যায়। অন্য কোনও বিমানও উড়ে যায়নি কলকাতা থেকে। এর জেরে অনেক যাত্রী আটকে পড়েন বিমানবন্দরে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার জন্য দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সকালের দিকে কোনও বিমানই উড়তে পারেনি। এদিকে কলকাতায় অবতরণ না করতে পারা অধিকাংশ বিমান পাঠানো হয় রাঁচি বিমানবন্দরে।
ঘন কুয়াশার জেরে শুধু বিমান পরিষেবা ব্যাহত হয়নি, কুয়াশার কারণে কলকাতা ও আশেপাশে যান ও ফেরি চলাচলও ব্যাহত হয় সকালে। সকালে প্রায় ৯টা পর্যন্ত আলো জ্বালিয়ে গাড়ি চলাতে হয়েছিল চালকদের। ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়।
সকালের দিকের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়। দক্ষিণের অন্যান্য জেলাতেও এদিন কুয়াশার প্রকোপ দেখা যায়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। রোদ ওঠে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.