BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘন কুয়াশায় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-১১

ঘন কুয়াশায় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-১১

ময়মনসিংহ ব্যুরো: ঘন কুয়াশায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে হযরত আলী নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে যৌথ বাহিনী ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় কবলিত বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

আহতরা হলেন, নাইন্দাল উপজেলার আক্কাস আলীর ছেলে হযরত আলী (৫০), শহর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৭৫), ঈশ্বরগঞ্জ উপজেলার জাহের উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৫০), খসরু মিয়ার ছেলে সোহেল (৪২), বোরহান উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫১), কিশোরগঞ্জ জেলার জজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০), এছাড়া শামীম মিয়া (৩৭), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), কামরুজ্জামান ভুঁইয়া (৪৫)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এম. কে সুপার বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামলছায়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বিটিসি নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বিটিসি নিউজকে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার রাজশাহী-৪ বাগমারা আসনে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত: ড: জাহিদ দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল ফরিদপুরে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, মূল আসামীসহ গ্রেপ্তার-২ দ্বিতীয় দিনেও ঢাকা-বরিশাল মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ, যানজটে দুর্ভোগ ঘন কুয়াশায় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-১১ মেহেরপুরে ড্রামট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ জমিয়তের সঙ্গে সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ‘ভয়ংকর চক্রান্ত’ চলছে : মির্জা ফখরুল