গ্রেফতারের পর সব পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা (ভারত) প্রতিনিধি: গত ছয় দিন আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি-র হেফাজতে আসেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পোন্নয়ণ দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ইডি তাঁকে হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার খোঁজ পায়। ইডি অর্পিতার বিভিন্ন আবাসনে হানা দিয়ে এপর্যন্ত প্রায় ৫০কোটির কাছাকাছি নগদে এবং প্রায় ছয় কেজি সোনা ও বিদেশীমুদ্রা সহ অনেক স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে।
সূত্রের খবর তল্লাশি জারি আছে এবং সম্পত্তি ও নগদের পরিমাণটা কোথায় গিয়ে থামবে এখনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যায় সাংবাদিকদের জানান পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত মন্ত্রিত্ব পদ থেকে অপসারিত করা হলো। আপাতত ওই সমস্ত দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছেই রাখবেন বলে খবর।
তৃণমূল দলও আজ একটু আগে বিশেষ বৈঠক ডেকে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো বলে জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দল আরও জানিয়েছে পার্থ বাবুকে নির্দোষ প্রমাণ করার দায় তাঁকে নিজেকেই নিতে হবে। দল তাতে হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.