চট্টগ্রাম ব্যুরো: জাতীয় পরিবেশ, জলবায়ু ও কৃষি বিষয়ক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস ২০২৫ এর অংশ বিশেষ ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় মীরসরাই পৌরসভা চত্বরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়।
বিশেষ অতিথি ছিলেন, মীরসরাই পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো : আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে চট্টগ্রামের পরিবেশ উন্নয়নে যে দায়িত্ব পালন করে আসছে তা প্রশংসার দাবিদার। প্রতাপ চন্দ্র রায় বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করতে এবং সবুজে সবুজে চট্টগ্রামকে সাজাতে চট্টগ্রামে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংগঠন একটি প্রশংসনীয় কাজ করছে, তা অনুকরণীয় ও অনুসরণীয়।
সংগঠনের সদস্য ( অর্থ ও হিসাব) আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ( মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য আকতার হোসেন শাকিল, সমাজকর্মী নুরুল আমিন, আব্দুল খালেক, আব্দুল হালিম, জহিরুল ইসলাম।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী এবং স্হানীয় জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন ফলজ,বনজ,ঔষধীসহ খেজুর চারা বিতরণ করা হয় এবং পৌরসভা চত্বরে চারা রোপণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















