গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য ঐতিহ্যবাহী গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
আজ রোববার দুপুরে বিদ্যালয় হল রুমে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ।
গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসানা আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রংপুর ক্যাডেট কলেজের অব. অধ্যক্ষ মো. ইসরাইল হক ও অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যে সামনের দিনগুলিতে পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করবে, সে বিষয়ে গুরত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে।
এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষাঅনুরাগী বিশিষ্ট সমাজ সেবক সফল বিদ্যালয় পরিচালনা কমিটির তহবিল থেকে বিদায়ী পরীক্ষার্থীদের প্রতিজনকে পরীক্ষার প্রস্তুতি মূলক সামগ্রী তুলে দেয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এবছর গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ১০১জন শিক্ষার্থী অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.