গ্রিন এন্ড ক্লিন রংপুর সিটি প্রতিষ্ঠায় কার্যক্রম চলছে : মেয়র

রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আজ হোক কাল হোক রংপুর হবে গ্রীন এন্ড ক্লিন সিটি। সেই লক্ষ বাস্তবায়নে জোড়তাল কার্যক্রম চলছে। প্রতি মাসে রংপুর সিটি করপোরেশনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে তাদের প্রতিষ্ঠান পরিস্কার করবে। এজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করপোরেশনের পক্ষ থেকে করা হবে।

আজ বুধবার দুপুরে নগর ভবন ক্যাম্পাসে পরিচ্ছন্ন নগর গড়তে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসোন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইকার ক্যাপাসিটি ডেভলোপমেন্ট অব সিটি করপোরেশন প্রকল্পের টিম লিডার টাইসুকে টকোকা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহরাব হোসেন, কাউন্সিলর মীর জামাল উদ্দিন, রহমত উল্লাহ বাবলা, অভিভাবক শিল্পী বেগম, রংপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক শফিয়ার রহমান, বিশিস্ট নাগরিক মনোয়ার হোসেন প্রমুখ।

সিটি করপোরেশনের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এতে অংশগ্রহন কারী শিক্ষার্থীদের প্রবন্ধ থেকে পরিচ্ছন্ন রংপুর মহানগর গড়ার পড়ামর্শমূলক তথ্য অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.