গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেনীর মর্যাদার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে : পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গ্রাম পুলিশরা আইন শৃংখলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তৃনমৃল পর্যায়ে তাদের শ্রম রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে তাদের বেতন প্রায় দ্বিগুন করেছে। তাদের দাবি রয়েছে সরকার সেগুলো বিবেচনা করছে, বিশেষ করে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেনীর কর্মচারীর দাবি যৌক্তিকতা রয়েছে, আমি তাদের এ দাবির প্রতি একমত।

তিনি আরো বলেন, করোনার দুর্যোগে সরকার, সকল দপ্তর, সাংবাদিক, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি গ্রাম পুলিশদের অবদান রয়েছে।

প্রতিমন্ত্রী আজ রবিবার নাটোরের সিংড়া উপজেলায় ১২ টি ইউনিয়নের ১০২ জন গ্রাম পুলিশদের বাই সাইকেল উপহার দেন।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু সভাপতিত্ব করেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনউপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা বিভিন্ন মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে প্রতিমন্ত্রী এডিবির অর্থায়নে ২০ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং দর্জি প্রশিক্ষন প্রাপ্ত ৩৫ জন মহিলাদের সেলাই মেশিন প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.