গ্রাম পঞ্চায়েত প্রধানের ডাকা আলোচনা সভায় ঘটল ধুন্দুমার কান্ড (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: পঞ্চায়েত সদস্যদের অভব্য আচরণ এবং আক্রমণের শিকার হলেন খোদ পঞ্চায়েত প্রধান। ঘটনা কেশিয়াড়ী ব্লকের বাঘাস্তি ৫ নম্বর অঞ্চলের।
অভিযোগ অঞ্চলের প্রধান ব্লকের আধিকারিকের উপস্থিতিতে বাঘাস্তি ৫নং গ্রামপঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা সমেত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদস্যদের আলোচনায় আহ্বান করেন। কিন্তু আলোচনা চলাকালীন শুরু হয় দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়।
অভিযোগ অঞ্চল প্রধানের বিরুদ্ধে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন কয়েকজন পঞ্চায়েত সদস্য এবং দুই বহিরাগত। সেই সময় বাঘাস্তি অঞ্চলের মহিলা প্রধান রুমি বেরা গিরি হেনস্তার স্বীকার হন বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে অসুস্থ বোধ করলে প্রধানকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর প্রধান পঞ্চায়েত সদস্য-ঝর্না জানা,পাখি রাউত, চন্দনা রানা, সুক্রাম সিং, সিতা প্রামানিক সহ ৭ জনের নামে থানায় এফআইআর করেছেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.