গ্রাম থিয়েটর বাংলা লোক সংস্কৃতির অন্যতম ধারক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

পিআইডি প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন, ঢাকার সহযোগিতায় রাজশাহীর পুঠিয়া থিয়েটর তিনদিন ব্যাপী ‘১৬ তম বাংলা লোকনাট্য উৎসব-২০২১’ এর আয়োজন করে।
বাংলাদেশ গ্রাম থিয়েটরের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ.কে.এম. খালিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সেলিম আল দীনের হাত ধরে প্রথম গ্রাম থিয়েটরের সুত্রপাত হয়। যে কয়েকটি সংগঠন বাংলার লোক সংস্কৃতিকে ধরে রেখেছে গ্রাম থিয়েটর তার মধ্যে অন্যতম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরফলে স্বাধীন দেশে এখনো লোক সংস্কৃতি টিকে রয়েছে। এগুলোকে ধরে রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রত্যেক বিভাগে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেন। বিভাগ শেষ হলে জেলায় জেলায় আয়োজন করেন। সরকারের সক্ষমতা বেড়েছে। অর্থের অভাবে আপনাদের অনুষ্ঠান যেন বন্ধ না হয় সেজন্য আমরা আপনাদের পাশে আছি। রাজশাহীতে যতগুলো জাতীয় নিদর্শন রয়েছে সেগুলো নিয়ে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি যা শীঘ্রই পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি বলেন, আমরা লোক সংস্কৃতির সাফল্যে কাজ করে যাব।
এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রদীপ জ¦ালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পুঠিয়া দূর্গাপুর আসনের সংসদ সদস্য ডা: মো: মনসুর রহমান, সংরক্ষিত আসনের (রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ) সংসদ সদস্য এ্যাড. আদিবা আনজুম মিতা, রাশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাচী প্রমুখ বক্তব্য রাখেন।
NEWS FROM Regional Information Office (PID). Press Information Department. Ministry of Information. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.