BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রামপুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গ্রামপুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মো. কবির আকন (৪৮) নামে ব্যবসায়ী কুপিয়ে জখম করেছে গ্রামপুলিশ ও তার লোকজন। গুরুত্বর আহতকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেন খালিফাসহ ৬/৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পক্ষে স্ত্রী রোজি খানম প্রেসক্লাবে গ্রাম পুলিশের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলন করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামের ব্যবসায়ী মো. কবির আকন ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে তার জমির ধান কাটতে গেলে পার্শ্ববর্তী গুলিশাখালী গ্রামের আব্দুর রহমান খলিফার ছেলে গ্রাম পুলিশ ফারুক হোসেন খলিফা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ৭/৮ জনের সংঘবদ্ধদল ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এ সময় তার ডাকৎচিকারে লোকজন ছুটে এসে জখমীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতালে চিকিৎসাধীন জখমী মো. কবির আকন বলেন, গ্রামপুলিশ ফারুক খলিফা জোরপূর্বক তার জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করছে। ধানকাটতে গেলে পরিকল্পিতভাবে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায়। থানায় অভিযোগ দিয়েছে বিচার চাই।

এ বিষয়ে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান আকাশ বলেন, কবির আকন নামের জখমী হাসপাতালে ভর্তি হয়েছে তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত রয়েছে। তবে, তার সুস্থ হতে একটু সময় লাগবে।

গ্রামপুলিশ ফারুক খলিফা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন তিনি কাউকে মারপিট করেননি। আমাকে ওরা মারপিট করেছে বর্তমানে খুলনা মেডিকেলে ভর্তি আছি।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার সদ্য যোগদানকারি অফিসার ইনর্চাজ মাহমুদুর রহমান বলেন, মারপিটের ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?