গৌরীপুরে শীতের রাতে দুস্থদের মাঝে সাংবাদিকদের কম্বল বিতরণ

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রচন্ড ঠাণ্ডার মাঝে গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার সতিষা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাজ্জাদুল হাসান।
রবিবার (১২ জানুয়ারি) রাতে গৌরীপুর আবাসন প্রকল্প-২ এর বাসিন্দাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরার সার্বিক তত্বাবধানে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন- গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক ঐক্য ফোরামের সহসভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সাবেক কোষাধ্যক্ষ মোহসিন মাহমুদ, সম্মানিত সদস্য ও গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, লুৎফুর রহমান খোকন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.