গৌরীপুরে বাস-মাহেন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-৮

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে বাস, ব্যাটারী চালিত অটোরিকশা ও মাহিন্দ্রর ত্রিমুখী সংর্ঘষে চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
গতকাল সোমবার (১৪ জুন) বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: অটোচালক সুরুজ আলী, সে গৌরীপুর উপজেলার রোকনাকান্দা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। অপরজন মাহিন্দ্রর যাত্রী আব্দুর রাশিদ (৬৫), সে ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের ছাবের উদ্দিনের ছেলে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, গৌরীপুর থানা পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বিটিসি নিউজকে বলেন, টাংগাইল থেকে কিশোরগঞ্জগামী (ঢাকা মেট্রো-ব, ১১-৪৪৫২) অনন্যা নামের একটি যাত্রীবাহী বাস বড়ইতলা নামক স্থানে এসে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুরুজ আলী মারা যায়। এ সময় ঈশ্বরগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি মাহিন্দ্র বাসকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রতে থাকা যাত্রী আব্দুর রাশিদ মারা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.